Breaking News

অস্ট্রেলিয়ার সামনে ভারতের রানের পাহাড়

india-big-innings smsudipbd-news
smsudipbd-news

সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন দুই দল মুখোমুখি হয়েছে লন্ডনের কেনিংটন ওভালে। টস জিতে আগে ব্যাট করতে নেমে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে রানের পাহাড় তুলেছে ভারত। শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান করে ভারত।




দুই ওপেনার রহিত শর্মা এবং শিখর ধাওয়ান ধীরে শুরু করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রানের চাকায় গতি আনেন। অস্ট্রেলিয়া প্রথম উইকেটের দেখা পায় ২৩তম ওভারে। ৭০ বলে ৫৭ রান করা রোহিত শর্মাকে ফেরান নাথান কোল্টার-নেইল। মিচেল স্টার্কের শিকার হয়ে ফেরার আগে শিখর ধাওয়ান করেন ১১৭ রান।

ম্যাচের পরিস্থিতি বুঝে দ্রুত রান তোলার জন্য পজিশন পাল্টে এগেই নামিয়ে দেয়া হয় হার্দিক পান্ডিয়াকে। দলের প্রয়োজন পুরোপুরিই পূরণ করেন তিনি। ২৭ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে দিয়ে যান পান্ডিয়া। এরপর সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জুটি গড়েন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। ১৪ বলে ২৭ রানের কার্যকরি ইনিংস খেলে যান ধোনি। শেষ ওভারে মার্কাস স্টইনিশের শিকার হওয়ার আগে কোহলির ব্যাট থেকে আসে ৮২ রান।

স্কোর:
ভারত ৩৫২/৫ (৫০)

রহিত শর্মা ৫৭ (৭০)
শিখর ধাওয়ান ১১৭ (১০৯)
বিরাট কোহলি ৮২ (৭৭)
হার্দিক পান্ডিয়া ৪৮ (২৭)
মহেন্দ্র সিং ধোনি ২৭ (১৪)
লোকেশ রাহুল ১১* (৩)
কেদার জাদভ ০* (০)

বোলার:
প্যাট কামিন্স ১০-০-৫৫-১
মিচেল স্টার্ক ১০-০৭৪-১
নাথান কোল্টার-নেইল ১০-১-৬৩-১
গ্লেন ম্যাক্সওয়েল ৭-০-৪৫-০
অ্যাডাম জাম্পা ৬-০-৫০-০
মার্কাস স্টইনিশ ৭-০-৬২-২

টার্গেট ৩৫৩।














No comments